ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে রাশ পূর্ণিমা উৎসবের র‌্যালি থেকে ৪ নারী ছিন্তাইকারী আটক

কাউখালীতে রাশ পূর্ণিমা উৎসবের র‌্যালি থেকে ৪ নারী ছিন্তাইকারী আটক

কাউখালীতে রাশ পূর্ণিমা উপলক্ষ্যে শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা দূর্গা প্রসন্ন পরহাস্যদেবের ১৩২তম আবির্ভাব উপলক্ষে ৫ দিন ব্যাপি আবিরভাব উৎসবের আজ ২৮ শে নভেম্বর মঙ্গলবার বন্যাড আনন্দ র‌্যলি অনুষ্ঠিত হয়। র‌্যলির ১ম দিনেই হাজারো মানুষের ভিড়ের মধ্যে মহিলা ভক্তদের স্বর্ণের চেইন ছিন্তাই কালে ৪ নারী ছিন্তাইকারী ভক্তরা আটক করে থানা পুলিশে সোপর্দ করে করে।

এরা হলেন ঢাকার আলিয়া পুরের সুরাত আলী মীরের স্ত্রী তাসলিমা বেগম (৪০), একই এলাকার আনিস মিয়ার স্ত্রী শিরিনা বেগম (৩৫), একই এলাকার রুস্তুম আলীর স্ত্রী সুফিয়া বেগম (৪০), একই এলাকার জ্যোৎস্না বেগম (২৬)।

জানা যায়, এরা হিন্দু কাপর চোপর পরে মাথায় সিঁদুর হাতে শাখা দিয়ে হিন্দু সেজে র‌্যালির ভিতরে ঢুকে হিন্দু নারীদের সাথে মিলে মিসে সুযোগ বুঝে নারীদের গলার স্বর্ণের চেইন ছিন্তাই করে। উপজেলার বঙ্কিম সাহা নামক এক ভক্তের স্ত্রীর চেইন ছিন্তাই করে নিয়ে যায়। পাশে আর এক নারী ভক্তের যখন চেইন ছিন্তাই করতে যায় তখন ভক্তরা তাদের হাতে নাতে ধরে ফেলে। পরে তাদেরকে আশ্রম কর্তৃপক্ষ থানা পুলিশে কাছে সোর্পদ্দ করে। পুলিশ এখন পর্যন্ত ছিন্তাই হওয়া চেইন উদ্ধার করতে পারেনী। এ ব্যাপারে শ্রী গুরু আশ্রমের ব্যবস্থাপনা কমিটির এক সদস্য শ্রী সুনিল কুন্ডু জানান আটককৃতদের থানায় সোর্পদ্দ করা হয়েছে। আশ্রামের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া জানান আশ্রম কর্তৃপক্ষ চার নারীকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছ। তাদের বিরুদ্ধে ছিনতাই করার মৌখিক অভিযোগ করা হয়েছ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাউখালী,ছিন্তাইকারী,র‌্যালি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত